রাজগঞ্জে মরহুম আব্দুল হাকিম সরদার স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

0
146

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)।। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি) বলেছেন- যার নামে এই খেলাটি উৎসর্গ করা হয়েছে। তিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির মহান নেতার আদর্শের একজন নেতা মরহুম আব্দুল হাকিম সরদার। তিনি নেতৃত্ব দিয়ে চালুয়াহাটি ইউনিয়নে আওয়ামীলীগের ঘাটি তৈরি করেছিলেন। শুক্রবার বিকালে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের শয়লাহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুম আব্দুল হাকিম সরদার স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আরো বলেন- মরহুম আব্দুল হাকিম সরদার, তিনি প্রায় ৪বার চালুয়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এই ইউনিয়নের গণমানুষের অন্তরের মানুষ ছিলেন তিনি। অনুষ্ঠানে চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের সভাপতিত্বে ও চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ও বক্তব্য রাখেন- মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন ও বক্তব্য রাখেন- জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা গৌতম চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা এডভোকেট বশির আহমেদ খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম জিন্না, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সস্পাদক ফজলুর রহমান, চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি এম.এম ইমরান খান পান্না, শয়লালাট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান মনি, নেংগুড়াহাট মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি আব্দুল মাজিদ সরদার প্রমূখ। অনুষ্ঠানের শুরু থেকে পশ্চিম মণিরামপুরের বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নেতৃত্বে কর্মী-সমর্থকরা দলে দলে যোগদান করে রাজগঞ্জের শয়লাহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করে তোলেন।