রাজগঞ্জে মাত্রাতিরিক্ত লোডশেডিং জনজীবন অতিষ্ট

0
378

উত্তম চক্রবত্তী : যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে মাত্রাতিরিক্ত লোডশেডিং দেখা দিয়েছে ৷ যে কারনে স্থানীয় হাট-বাজারের ব্যবসা বানিজ্যে ধ্বস নেমেছে ৷ ভাটা পড়তে শুরু করেছে স্কুল/ কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ৷ এমনকি স্থানীয় সংবাদকর্মীরা অফিসে ঠিকমত সংবাদ প্রেরন করতে পারছে না ৷

এলাকার শত শত বিদ্যুৎ গ্রাহকের অভিযোগ, রাত-দিন ২৪ঘন্টার মধ্যে পর্যায়ক্রমে হিসাব করলে দেখা যাচ্ছে ৫/৮ঘন্টাও বিদ্যুৎ বিতরন করছে না পল্লী বিদ্যুৎ বিতরন বিভাগ ৷ প্রচন্ড গরমে অতিষ্ট জীবন-যাপন করছে রাজগঞ্জবাসি৷

এছাড়াও বর্তমান সময়ে দেখা গেছে, আকাশে সামান্য মেঘ করলেই বিদ্যুৎ চলে যায় ৷ রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী আকরাম হোসেন জানান, বিদ্যুৎ বিতরন কর্তৃপক্ষের এহেন আচারনে অতিষ্ট হয়ে অনেকবার অফিসসহ স্থানীয় পরিচালককে জানালেও কোনো প্রতিকার পাইনি ৷ বরংচো বেড়েছে লোডশেডিং ৷

মাত্রাতিরিক্ত লোডশেডিং- এর ব্যাপারে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ মণিরামপুরের এক কর্মকর্তা বলেন, বিদ্যুৎ বিতরনে এক সমস্যা হচ্ছে ৷ খুব তাড়াতাড়ি এই সমস্যা কেটে যাবে ৷

এদিকে ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত বিদ্যুৎ লোডশেডিং এর সমাধান চেয়েছেন ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here