রাজগঞ্জে যুবলীগের সভাপতি সোহেল, সম্পাদক কামাল নির্বাচিত

0
430

উত্তম চক্রবর্তী : মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ইউনিয়ন যুবলীগের আয়োজনে রবিবার সন্ধ্যায় রাজগঞ্জ বাজারস্থ ঝাঁপা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।
এ সন্মেলনে প্রথম অধিবেশনে সভার কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু।
ঝাঁপা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে যুবলীগকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জননেত্রী শেখ হাসিনা সরকার দেশকে উন্নত বিশ্বের কাতারে নিতে নিরলস ভাবে কাজ করে চলেছে। দেশের উন্নয়ন দেখে বিশ্ববাসী অবাক হয়ে যাবে বলে জননেত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন।
শেখ হাসিনা সরকারের সময়ে মণিরামপুরে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী আরো বলেন, মণিরামপুরে কোনো রাস্তা পাকাকরণে বাকি থাকবে না। রাজগঞ্জ ডিগ্রী কলেজ, রাজগঞ্জ হাইস্কুলসহ এ অঞ্চলের প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ হয়েছে। ঝাঁপা বাওড়ের পূর্বপাশে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে ইতোমধ্যে কোটি টাকা বরাদ্দ হয়েছে। খুলনা বিভাগের মধ্যে মণিরামপুর উপজেলাকে মডেল উপজেলায় রূপান্ত্রিত করা হবে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ঝাঁপা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম রবি ও কামাল উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টু।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন।
এছাড়া বক্তব্য রাখেন, ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মাস্টার খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এস এম কওছার আহমেদ, উপজেলা যুবলীগের সদস্য মনজুর আক্তার, আব্দুল কুদ্দুস, শিপন সরদার, ইয়াহিয়া রাজু প্রমূখ।
প্রথম অধিবেশন শেষে চলমান আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করেন উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু। এরপর ইউনিয়ন যুবলীগের কাউন্সিলর ও ডেলিগেটরা দ্বিতীয় অধিবেশনে অংশগ্রহণ করেন। উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিতে সোহেল রানাকে সভাপতি ও মাস্টার কামাল উদ্দীনকে সাধারণ সম্পাদক ঘোষনা করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here