রাজগঞ্জে হাকিমপুর রাধা গোবিন্দ আশ্রমে ৪র্থ তম মহানামযজ্ঞ অনুষ্ঠান

0
967

উত্তম চক্রবর্ত্তী : দেশমাতৃকা ও ব্শ্বিজননীর সকল সন্তানের শান্তি ও কল্যান কামনায় যশোরের ঐতিহ্যবাহী রাজগঞ্জের হাকিমপুর রাধা গোবিন্দ আশ্রমে ৪র্থ তম মহানামযজ্ঞ অনুষ্ঠান আগামী ২১ শে ফাল্গুন রোজ রবিবার ভোর ৫টায় ঠাকুর জাগরণ,মঙ্গল আরতি ও পূজা অর্চনা সকাল ১০টায়, ভগবত পাট আরন্ত, বিকাল ৩টায় বৈষ্ণব সেবা ও প্রসাদ বিতরণ। ভাগবত অমৃত পরিশনায় ভাগবত আর্চার্য্যবৃন্দ শ্রী ল মহন্ত গেবিন্দ দাস বাবাজী ম,হারাজ (গৌতম) সিদ্ধ বাবা আশ্রম, গোবিন্দ কুন্ডু, বৃন্দাবন। শ্রী ল নারায়ন চন্দ্র বাবাজী মহারাজ সেবাচায্যৃ, রাধা গোবিন্দ মেবাশ্রম, খড়িঞ্জী। শ্রী ল অনন্ত লীলা গোস্বামী সেবাচার্য্য, বালিয়াডাঙ্গা দেবালয়, কেশবপুর। নিতাই দাস (নিমাই দাসানুদাস) হাকোবা, মনিরামপুর। গোবিন্দ সেবায় দুলাল চন্দ্র দাস, মশ্বিমনগর। অনুষ্ঠান পরিচালনায় সন্তোষ চন্দ্র দাস (ঘোষ) বায়সা, কেশবপুর।বিরয়বনত বৈষ্ণব পদরেনু-প্রার্থী নির্মল কুমার দাস (মন্ডল), শিপ্রা দাস (মন্ডল), বিমল কুমার দাস (মন্ডল), প্রতিমা দাস (মন্ডল), হাকিমপুর, মনিরামপুর, যশোর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here