রাজগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসারসহ জনবল সংকট : ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা

0
421
উত্তম চক্তবর্তী : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ উপ- স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে (এম বি বি এস) মেডিকেল অফিসারসহ জনবল সংকটে রয়েছে ৷ ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা ৷
জানা গেছে, মণিরামপুর উপজেলার রাজগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে একজন (এম বি বি এস) মেডিকেল অফিসার, একজন (এস এ সি) মেডিকেল অফিসার, একজন ফার্মাসিষ্ট ও একজন এম এল এস এস থাকার কথা থাকলেও রয়েছে শুধুমাত্র (এস এ সি) মেডিকেল অফিসার ৷ বাকী গুরুত্বপূর্ণ তিনটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে ৷ যে কারনে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে রাজগঞ্জসহ পার্শবর্তী এলাকার গরীব, দুস্থ্য মানুষেরা ৷
কর্মরত (এস এ সি) মেডিকেল অফিসার আবু তৌহিদ জানান, মণিরামপুর উপজেলার পশ্চিমাঞ্চল তথা রাজগঞ্জ এলাকারবাসির স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজগঞ্জ উপ স্বাস্থ্য কেন্দ্র গঠিত হয় ৷ এই স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত একজন (এম বি বি এস) মেডিকেল অফিসার কর্মরত থাকলে উন্নতমানের চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব ৷ যশোর জেলার মণিরামপুর উপজেলার একটি গুরুত্বপূর্ণ স্থান রাজগঞ্জ ৷ রাজগঞ্জের চারিপাশের গ্রামগুলোর দরিদ্র জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা প্রদানের দায়িত্ব এই স্বাস্থ্য কেন্দ্রের ৷ সেখানে চিকিৎসক সংকট চরমে থাকায় এলাকাবাসি স্বাস্থ্য সেবা নিতে সেখানে যেতে চাইনা ৷
এলাকাবাসির ধারনা, রাজগঞ্জ উপ- স্বাস্থ্য কেন্দ্রে বড় ডাক্তার নেই, কি করতে যাবো সেখানে ? কিন্তু একথা মানতে নারাজ (এস এ সি) মেডিকেল অফিসার আবু তৌহিদ ৷ তিনি বলেন, এখানে জনগন যদি চিকিৎসা সেবা নিতে আসে, কিছু না পারলেও সঠিক পরামর্শ তো দিতে পারবো ৷ এখানে পরামর্শ নিতে আসলে টাকার ঝুড়ি নিয়ে ছুটতে হবে না জেলা ও বিভাগীয় শহরে ৷
এদিকে, রাজগঞ্জ এলাকাবাসি রাজগঞ্জ উপ স্বাস্থ্য কেন্দ্রে বড় ডাক্তারের পদ পূর্ণ দেখতে যশোর-৫ মণিরামপুরের সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেছেন ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here