রাজগঞ্জ এলাকায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক ভারতীয় নাগরিকসহ দুইজন নিহত

0
221

উত্তম চক্রবর্তী,মণিরামপুর অফিস : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক ভারতীয় নাগরিকসহ দুইজন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ লাশ উদ্ধার করে মণিরামপুর থানায় প্রেরণ করেছেন। এ সড়ক দূর্ঘটনা ঘটেছে মঙ্গলবার (২৪ মে-২০২২) দুপুরে ও বিকালে উপজেলার রাজগঞ্জ এলাকার রাজগঞ্জ-কেশবপুর সড়কের জামতলা ও মণিরামপুর-ঝিকরগাছা সড়কের তেঁতুলিয়া নামক স্থানে। জানাগেছে- ভারতের চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার বৈকারা গ্রামের নিরঞ্জন দাস (৫০), তার ছেলে সৌমেন দাস, ভাইপো বিকাশ দাস, স্ত্রী শিফালী দাস ও মেয়ে নিশা দাসকে নিয়ে মঙ্গলবার সকালে ভারত থেকে বেনাপোল ইমিগ্রেশন বন্দর পার হয়ে যশোরের কেশবপুর মামা অনিল দাসের বাড়িতে বেড়াতে যাওয়ার জন‍্য বেনাপোল থেকে সাড়ে এগারোটার দিকে একটি সিএনজি ভাড়া নিয়ে রাজগঞ্জ হয়ে কেশবপুর যাচ্ছিলেন। রাজগঞ্জ বাজার পার হয়ে কেশবপুর সড়কের রামপুর জামতলা মোড়ের কাছাকাছি বাঁকা রাস্তা ঘুরার সময় সিএনজির সামনের ডানপাশে বসা সৌমেন দাস (১৫) সিএনজি থেকে রাস্তায় পড়ে যায়। এ সময় সামনের দিক থেকে আসা একটি ট্রাকের চাকায় নিচে পড়ে সৌমেন। ট্রাকের চাকার নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ট্রাকটির নাম্বার (ঢাকা মেট্রো-ড-১১-৮৯৫৩)। ট্রাক চালক ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করে ব‍্যর্থ হয়ে ঘটনাস্থলের কিছু দুরে ট্রাকটি ফেলে পালিয়ে যায়। রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনসপেক্টর বানী ইসরাইল বলেন- সড়ক দূর্ঘটনার সংবাদ পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসেছি এবং ট্রাকটি আটক করেছি। লাশটি উদ্ধার করে থানায় প্রেরণ করেছি। এদিকে একই দিন বিকাল ৪টার পরে মণিরামপুর-ঝিকরগাছা সড়কের তেঁতুলিয়া মোড় নামক স্থানে একটি মোটরসাইকেল ও একটি কোম্পানির ট্রাকের মুখোঁমুখিঁ সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আনারুল ইসলাম নিহত হয়। তিনি যশোরের চৌগাছা থানার বাসিন্দা বলে জানাগেছে। এরিপোর্ট লেখার সময় মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে হরিহরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন কুমার ধর জানান- ঘটনাস্থলে এখনো লাশ রয়েছে। ঝাঁপা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসেছে।