রাজগঞ্জ বাজারে পেঁয়াজের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৌসুমী সবজির দাম

0
446

উত্তম চক্তবর্তী : ভরা মৌসুমে যশোরের রাজগঞ্জ হাট বাজারে পেঁয়াজের ঝাঁজের মত বেড়েই চলেছে শীতকালীন শাকসবজির দাম। গতকাল বাজারে খবর নিয়ে জানা গেছে, বিগত ৮/১০ দিন ধরে মৌসুমী সকল সবজির দাম বেড়ে দ্বিগুন হয়েছে। তবে বাজারে নতুন পেয়াজের আমদানি হলেও পুরানো পেঁয়াজ কেজি প্রতি ৭০ টাকা এবং নতুন প্রতি কেজি ৭৫ টাকা বিক্রি হচ্ছে। সে জন্য ক্রেতারা মাঝে মধ্যে বলেন পেয়াজের ঝাজ তীব্র শীতেও কমছে না। এছাড়া বেগুন, শিম, ফুলকপি, ওলকপি, টমেটো, মূলা এবং মরিচ সহ অন্যান্য সবজির দাম বৃদ্ধি পেয়ে দ্বিগুন হয়েছে। অথ্যাৎ বেগুন গত সপ্তাহে প্রতি কেজি ২৫ টাকা থেকে এখন ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ফুলকপি প্রতি কেজি ২০ টাকা থেকে ৪০ টাকা এবং ওলকপি ২০ টাকা থেকে ৩০ টাকা। টমেটো ৩০ টাকা থেকে ৪০ টাকা, শিম ২০ টাকা থেকে ৩৫ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে মূলা, পালংশাক ও লাউয়ের মূল্য স্বাভাবিক আছে এবং গোল আলু নতুন এবং পুরাতন সহ মিষ্ঠি কুমড়ার দাম সামান্য বেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here