রাজশাহীতে দ্বিগুণ ভোটে নৌকার বিজয়ী

0
424

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী থেকে : রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়ে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

এই সিটির ১৩৮টি কেন্দ্রের মধ্যে সব কটির ফল পাওয়া গেছে। তাতে নৌকা প্রতীকে লিটন পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৩৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল ধানের শীষ প্রতীকে ৭৮ হাজার ৪৯২ ভোট পেয়েছেন।

দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের ব্যবধান ৮৭ হাজার ৯০২ ভোট।

নানা মাধ্যমে প্রার্থীদের কাছে বিভিন্ন কেন্দ্রের ফল আসছে। তারা তা প্রচার করছেন। এ ছাড়া নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারাও কেন্দ্র থেকে আসা ফল ঘোষণা করছেন আনুষ্ঠানিকভাবে।

আজ সোমবার সকাল আটটা থেকে তিন সিটি করপোরেশন নির্বাচনে একয়োগে ভোট নেয়া হয়। একটানা ভোট গ্রহণ চলে বিকাল চারটা পর‌্যন্ত।

এই সিটি নির্বাচনে মেয়র পদে আরও একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে এই প্রতিবেদনে আপাতত প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর প্রাপ্ত ভোটের তথ্য জানানো হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here