রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধে অভিযানে ডিএসসিসি

0
290

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাত ৮ টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সব ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছিলেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তারই অংশ হিসেবে রাত ৮ টার মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করার জন্য প্রচার অভিযান চালিয়েছে ডিএসসিসি।

বৃহস্পতিবার রাতে দক্ষিণ সিটির আওতাধীন পীর ইয়ামেনি মার্কেট, খদ্দর মার্কেট, গুলিস্থান ফুটপাত মার্কেট, গুলিস্তান ট্রেড সেন্টার, ঢাকা ট্রেড সেন্টার, নীলক্ষেত পুস্তক মার্কেট, চাঁদনী চক ও নিউমার্কেটে প্রচার অভিযান চালানো হয়।

এ প্রচারাভিযানের নেতৃত্ব দেন ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।
এর আগে বুধবার করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে রাত ৮টার মধ্যে সব ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রাখতে অনুরোধ জানান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।