রাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন ঘোষণা

0
370

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা ও কোটা বাতিল ঘোষণার প্রজ্ঞাপন জারির দাবিতে আগামীকাল সোমবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীরা। সেই সঙ্গে সোমবার রাবিতে পতাকা মিছিল ও বিক্ষোভের ডাক দেয়া হয়েছে।

আজ রাতে বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার আন্দোলন পরিষদ’ রাবি শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফ।

মাসুদ মোন্নাফ বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও আমরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করছি। এদিন আমরা পতাকা মিছিলও করব। আমি সকল শিক্ষার্থীকে অনুরোধ করছি, তারা যেন স্বতস্ফুর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করে। আমাদের ওপর যতই হামলা করা হোক, গুম-খুন করা হোক না কেন, দাবি আদায় না করা পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরে আসব না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here