রাবিতে ৬৮ নমুনা পরীক্ষায় ৩৯ জনই করোনা পজিটিভ

0
209

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে ৬৮টি নমুনা পরীক্ষায় ৩৯ জনেরই করোনা পজিটিভ ফলাফল এসেছে। বুধবার রাতে বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসক তবিবুর রহমান প্রধান।

তিনি জানান, গতকাল ও আজকে আমরা পিসিআর ল্যাব টেস্টের জন্য নমুনা সংগ্রহ করেছিলাম। এই দুইদিনে ৬৮টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনাগুলোর মধ্যে ৩৯টি ফলাফল পজিটিভ এসেছে। আজ রাতের মধ্যেই আক্রান্তদের এসএমএসের মাধ্যমে জানানো হবে।

তিনি আরও জানান, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সকলের মধ্যেই করোনার ধরনের লক্ষণ দেখা যাচ্ছে। যে যেখানে আছে, সে সেখানেই অবস্থান করবে। আর যারা আক্রান্ত হচ্ছেন, তারা চিকিৎসাধীন অবস্থায় থাকবেন। আমরা আশা করছি, বর্তমানে যে ভ্যারিয়েন্টের দ্বারা আক্রান্ত হচ্ছে, এই ভ্যারিয়েন্টে কারও তেমন কোনো ক্ষতি হবে না।