রাবির ১১তম সমাবর্তনের উপ-কমিটি গঠন

0
451

রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তন অনুষ্ঠিত হবে মাস তিনেক পর। সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় সমাবর্তন সাংগঠনিক কমিটি। আজ সোমবার সকাল সাড়ে দশটায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় এসব উপ-কমিটি গঠন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে সভায় সমাবর্তন অভ্যর্থনা কমিটি ও স্টিয়ারিং কমিটিসহ ১৩টি উপ-কমিটি গঠন করা হয়।

৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৫ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ফি ধরা হয়েছে তিন হাজার ৫৭০ টাকা। ২০১৫ ও ২০১৬ সালের পিএইচডি, এমফিল, ¯œাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারীরা সমাবর্তনে অংশ নিতে পারবেন। গতবছর ২৯শে সেপ্টেম্বর রাবির ১০ম সমাবর্তন অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here