রামগতিতে দ্বিতীয় মেয়াদে মেয়র হলেন আওয়ামীলীগের মেজবাহ উদ্দিন

0
293

লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে দ্বিতীয় মেয়াদে মেয়র পদে বিপুল ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের এম মেজবাহ উদ্দিন। সর্বমোট ১০ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি ভোট পেয়েছেন ১০৫২৩। তার নিকটতম কোন প্রতিদ্বন্দ্বী না থাকলেও নারিকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আবি আব্দুল্লাহ পেয়েছেন ৪৫৫ ভোট, বিএনপি’র ধানের শীষ প্রতিকে শাহেদ আলী পটু পেয়েছেন ৩৮৭ ভোট, লাঙ্গল প্রতীক পেয়েছেন ১৪২ ভোট, হাতপাখা পেয়েছেন ১৫১ ভোট, আরেক স্বতন্ত্র মেয়র পদের প্রার্থী জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৯ ভোট। এদিকে ভোটের দিন বেলা ১১ টায় ভোটে অনিয়মের অভিযোগ এনে হাত পাখা ও নৌকা প্রতিক ছাড়া অপর মেয়র প্রার্থীরা নির্বাচন বর্জন করেন।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে রাত ৮ টায় উপজেলা পরিষদ হলরুমে এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্ণিং কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন।

এদিকে সংরক্ষিত কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে গীতা রানী দাস, ৪,৫,৬ নং ওয়ার্ডে আকলিমা বেগম, ৭.৮,৯ নং ওয়ার্ডে নাছিমা বেগম নির্বাচিত হন।
এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে জয়নাল আবদীন, ২নং ওয়ার্ডে তাপস চন্দ্র দাস, ৩ নং ওয়ার্ডে নিজাম উদ্দিন, ৪ নং ওয়ার্ডে মো. নুর নবী, ৫নং ওয়ার্ডে শাহাদাত হোসেন, ৬নং ওয়ার্ডে নেছার উদ্দিন, ৭ নং ওয়ার্ডে দিদারুল ইসলাম খন্দকার, ৮নং ওয়ার্ডে সৈয়দ মুর্তুজা আল আমিন, ৯নং ওয়ার্ডে ফারুকুল ইসলাম বাবলু নির্বাচিত হন।