রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ইউনেস্কোর নিষেধাজ্ঞা অতিক্রম করেছি-ওবায়দুল কাদের

0
392

বিশেষ প্রতিনিধি : সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্র একেবারেই নির্মাণ করা যাবে না বলে ইউনেস্কোর যে নিষেধাজ্ঞা ছিল সেটা আমরা অতিক্রম করেছি। তিনি বলেন, এখন বিদ্যুৎ কেন্দ্র করা যাবে। তবে ইউনেস্কোর ছোট ছোট কিছু শর্ত আছে। দেশ, জনগণ ও পরিবেশের স্বার্থে এগুলো আমরা সংশোধন করে নেবো। তিনি বলেন, এ ব্যাপারে যা সত্য, দিবালোকের মতো পরিস্কার, সেটাই আমরা বলেছি। মিথ্যাচারের ভাঙ্গা রেকর্ড বাজানো বিএনপির পুরনো অভ্যাস।
খুলনায় আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেওয়ার আগে রোববার সকালে যশোরের রাজারহাটে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিরোধী নেতা-কর্মীদের ওপর অত্যাচার নির্যাতন প্রসঙ্গে বিএনপির অভিযোগের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, তারা বসে বসে প্রেস ব্রিফিং করে আর কান্নাকাটি করে। আমাদের তো হাজার হাজার কর্মীকে তারা হত্যা করে রক্তস্রোত বইয়ে দিয়েছিল। আমাদের কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে। এসময় তার সাথে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, পুলিশ সুপার আনিসুর রহমান, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং এলজিইডির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here