রাশিয়ায় ভূমিকম্প পরবর্তী সুনামি সতর্কতা জারি

0
360

ম্যাগপাই নিউজ ডেস্ক: ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর এর উপকেন্দ্র থেকে ৩শ কিলোমিটার উপকূলীয় এলাকাজুড়ে সুনামি হওয়ার আশঙ্কায় সতর্কতা জারি করেছে স্থানীয় রুশ প্রশাসন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রাশিয়ার কামচাটকা উপদ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এমনকি এটি আলাস্কার আলেউতিয়ান দ্বীপেও আঘাত হেনেছে। শক্তিশালী ওই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

তারা আরও জানায়, সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। নিকোলসকোয়ি শহর থেকে ১২৫ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পটি এবং ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল আত্তু দ্বীপের পশ্চিমাঞ্চলে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৬ মাইল গভীরে এটি আঘাত হানে। শক্তিশালী ওই ভূমিকম্পের পর বেশ কয়েকবার ছোট বড় কম্পন অনুভূত হয়েছে।

এদিকে সোমবার পেরুতে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ৪৪ কিলোমিটার। ভূমিকম্পটি পেরুর পুকুইওর থেকে ১৯৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here