রুবেল হত্যাকান্ডে যুবলীগ নেতা ম্যানসেলসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

0
425

বিশেষ প্রতিনিধি : যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়ার রুবেল হোসেন হত্যাকান্ডের ঘটনায় আদালতে নির্দেশে কোতয়ালি মডেল থানা পুলিশ যুবলীগ নেতা ম্যানসেলসহ ১৩জন আসামীর নামে মামলা দায়ের করেছে। মামলাটি দায়ের করেছেন নিহত যুবকের বোন নাজমা খাতুন। মামলার আসামীরা হচ্ছে,শহরের ষষ্টিতলার বাসিন্দা আলমানের ছেলে যুবলীগ নেতা ম্যানসেল,রেলগেট পশ্চিম পাড়ার ফায়েক শেখের ছেলে রমজান,সাগর,শংকরপুরের তৌহিদের ছেলে রাকিব,রায়পাড়ার জিহাদ আলীর ছেলে বাবু,একই এলাকার মৃত লতিফ শেখের ছেলে শিকদার,রেলগেটের কানা বাসারের ছেলে তুহিন,ষষ্টিতলা পাড়ার ঝন্টুর ছেলে রানা,রেলষ্টেশন পাড়ার টনুর ছেলে জাফর,জাহিদ,রেলগেট কলাবাগান এলাকার মৃত নাজির আলীর ছেলে পলাশ,শংকরপুরের ফারুক হোসেনের ছেলে নয়ন ওরফে হিটার নয়ন ও রেলগেট কলা বাগান এলাকার কফিল উদ্দিনের ছেলে মোহন আলীসহ অজ্ঞাতনামা ২/৩জন।
যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়ার শরীফ ড্রাইভারের মেয়ে নাজমা খাতুন আদালতে দায়েরকৃত পিটিশনে বলেছেন,আসামীরা এলাকায় চাঁদাবাজ সন্ত্রাসী। তারা ইজিবাইক থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে একটি সিন্ডিকেট গড়ে তুলেছে। তার ভাই রুবেল হোসেন ইজিবাইক চালাতো। আসামীরা রুবেল হোসেনের কাছে চাঁদা চাইলে সে প্রতিবাদ জানায়। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করে। গত ২০ এপ্রিল বিকেলে রুবেল হোসেন বাড়ি হতে বের হয়ে আসার প্রাক্কালে আসামীরা রুবেল হোসেনকে জোরপূর্বক তুলে নিয়ে শিশু নিলয় স্কুলের পিছনে নিয়ে যায়। সেখানে ম্যানসেল রুবেল হোসেনকে ছুরিকাঘাত করে। এর পর অন্যান্য আসামীরা রুবেল হোসেনের শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় ও উপুর্যপুরি ছুরিকাঘাত করে। রুবেল হোসেনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা ২/৩টি বোমা নিক্ষেপ করে চলে যায়।গুরুতর আহত অবস্থায় রুবেল হোসেনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতির কারনে চিকিৎসকগন উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিতে বললে ভোর রাতে তাকে হাসপাতাল থেকে অন্যত্র নেওয়ার সময় রুবেল হোসেন মারা যায়। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় এজাহার দায়ের করতে গেলে থানা পুলিশ আদালতে যাওয়ার পরামর্শ দেন। বাদী উপায়ূন্তর না পেয়ে আদালতের স্মরনাপন্ন হলে বিজ্ঞ আদালতের বিচারক পিটিশন আমলে নিয়ে কোতয়ালি মডেল থানাকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। পরবর্তীতে কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শুক্রবার ১১মে রাতে আসামীদের নাম উল্লেখ করে এজাহার হিসেবে নথিভূক্ত করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ রুবেল হোসেন হত্যাকান্ডের জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here