রুমা ও রোয়াংছড়ির পর এবার বান্দরবানের থানচি ও আলিকদম উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা

0
139

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা ও রোয়াংছড়ির পর এবার নিরাপত্তার স্বার্থে বান্দরবানের থানচি ও আলিকদম উপজেলায় আগামী ৩০ অক্টোবর পর্যন্ত পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

রোববার (২৩ অক্টোবর) জেলা ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বান্দরবান পার্বত্য জেলার আলিকদম ও থানচি উপজেলায় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গ্রুপের উপস্থিতির খবর পাওয়া যায়। এ কারণে ওইসব এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল কার্যক্রম পরিচালনার লক্ষ্যে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ২৩ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ দুই উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

এ বিষয়ে আলিকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পাহাড়ে চলমান জঙ্গিবিরোধী যৌথ বাহিনীর অভিযানের কারণে পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাময়িক এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর থেকে পাহাড়ে জঙ্গিবিরোধী যৌথ বাহিনীর অভিযান পরিচালনার কারণে গত ১৮ অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন।