রূপালী চলচিত্র জগতে এবার যশোরের ছেলে রিপন গাজীর সাফল্য

0
995

আরিফুজ্জামান আরিফ,বাগআঁচড়া : বাংলাদেশের রূপালী চলচিত্র জগতে নায়কের ভূমিকায় দেখা যাবে যশোরের ছেলে রিপন গাজী কে। রিপন গাজী যশোরের বাগআঁচড়া অঞ্চলের ব্যবসায়ী আতিয়ার গাজীর ছেলে। সে বাগআঁচড়া হাইস্কুল থেকে এসএসসি, কলারোয়া আমানুল্লাহ ডিগ্রী কলেজ থেকে এইচএসসি ও ওয়ার্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ঢাকা থেকে বিবিএ ও এম বিএ পাশ করেছে। রুপালী জগতে অল্প দিনে সাড়া জাগানো নায়ক হিসাবে রিপন গাজী একটি আলোচিত মুখ। অল্প দিনের ব্যবধানে ৩টি ছবিতে মেধা ও যোগ্যতা-দক্ষতার পরিচয় দিয়ে নায়ক হিসাবে অভিনয় করে চলচিত্র জগতের পরিচালক নানা মহলের নজরে এসেছেন নবাগত রিপন গাজী। পরিচালক মুস্তাফিজুর রহমানের আলোচিত ছবি এত প্রেম এত মায়া ও ইফতেখার নামের দুটি ছবিতে অভিষেক ঘটেছে। এ দুটি ছবিতে তার অভিনয় দক্ষতা ছড়িয়ে পড়ে পরিচালক মহলে। যার ফলে চলতি বছর এআর মুকুল পরিচালিত দেমাগ ছবিতে অভিনয় করেছেন নবাগত রিপন গাজী। যার সুটিং ইতি মধ্যে শেষ হয়েছে। এখন চলছে এডিটিং এর কাজ। এছবিতে তার বিপরিতে অভিনয় করেছেন নবাগত নায়কা তানিম সুবহা। দেমাগ ছবির কাহিনী লিখেছেন পি.জি মোস্তফা। ঢাকার ঐহ্যবাহী খান মঞ্জিল ও চৌধুরী মহল এদুটি পরিবারের দ্বন্দ কাহিনী নিয়ে নির্মিত হয়েছে দেমাগ। হাটি হাটি পা পা করে মিডিয়ার রঙ্গিন জগতে এগিয়ে চলেছে রিপন গাজী। অভিনয় করেছেন বিভিন্ন মঞ্চ ও থিয়েটারে।
একান্ত সাক্ষাৎকারে রিপন গাজী জানান, ছোট বেলা থেকে অভিনয়ের প্রতি ব্যাপক আগ্রহ ছিল। অভিনয় টাকে ভালবাসি আর চলচিত্র জগতে কাজ করার জন্য ঢাকা নাট্য থিয়েটারে সম্পৃক্ত আছি দির্ঘ দিন। আর সে ভাবেই নিজেকে প্রস্তুত করেছে। আগামী ১লা বৈশাখে মুক্তি পাবে তার অভিনিত এত প্রেম এত মায়া ও ইফতেখার এবং চলতি বছরের মাঝা মাঝিতে নায়ক হিসাবে অভিনিত দেমাগ। রূপালী জগতে পা রাখার সাথে সাথেই ক্যারীয়ারের শুরুতেই মুস্তাফিজুর রহমান মানিক সারের মত গুণী নির্মাতার সান্নিধ্য পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। এবং দ্বিতীয় বারের তারই ছবিতে চুক্তিবদ্ধ হতে পারাটা আমার জন্য আর্শিবাদ স্বরুপ। দর্শকদের অনুপ্রেরণা আর ভালোবাসায় কালজয়ী ভাল কাজ দিয়ে অমর হয়ে থাকতে চাই। এবং অভিনয় জগতে আসার পেছনে তার বাবার অবদানই বেশি বলে জানান যশোরের গৌরব রিপন গাজী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here