রেলওয়ে অফিসে চাকুরী দেওয়ার প্রলোভনে সাড়ে ৯ লাখ টাকা আত্মসাতকারী আতিয়ার ধরাশায়ী

0
363

বিশেষ প্রতিনিধি : রেলওয়ে বিভাগে সহায়ত পদে চাকুরী দেওয়ার প্রলোভন দিয়ে সাড়ে ৯ লাখ টাকা নিয়ে উল্টো হুমকী ধামকী দেওয়ায় আতিয়ার রহমান নামে এক প্রতারককে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। সে যশোর শহরের শংকরপুর দেলোয়ার মোড়স্থ মৃত ছাকায়াত আলীর ছেলে। এ ঘটনায় প্রতারকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
যশোর সদর উপজেলা জলকর গ্রামের শফি উদ্দিন আহম্মেদের ছেলে তুহিন হোসেন বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,গত বছরের ২৪ জুন পরিচয়ের সূত্রধরে আতিয়ার রহমান রেলওয়ে অফিসে সহায়ক পদে তুহিন হোসেনের ছোট ভাই ইমরান হোসেনকে চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাড়ে ৯ লাখ টাকা গ্রহন করে। এক বছরের মধ্যে চাকুরী দেওয়ার শর্তে সাড়ে ৯ লাখ টাকা নেওয়ার সময় স্বাক্ষীদের উপস্থিতিতে ৩শ’ টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে ও অগ্রনী ব্যাংকের একটি চেক প্রদান করে। আতিয়ার রহমান নিজেকে রেলওয়ে বিভাগের উধ্বর্তন কর্মকর্তাদের সাথে যোগাযোগ রয়েছে এমন কথা বলে। তুহিন হোসেন শহরের ঘোপ সেন্ট্রাল রোড বৌবাজার নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকে। বৌবাজার মেসার্স তাসনিম এন্টার প্রাইজ নামক মুদী ও কসমেটিকসের দোকান রয়েছে। উক্ত দোকানে আতিয়ার রহমান কেনা বেচা করার মাধ্যমে পরিচয় হয়। তুহিন হোসেনে ছোট ভাই ইমরান হোসেনের সাথে তার পরিচয় ছিল। টাকা নেওয়ার পর চাকুরী না দিয়ে তালবাহনা করার এক পর্যায় গা ঢাকা দেয়। বৃহস্পতিবার দুপুর ১২ টায় আতিয়ার রহমানকে শহরের রেলগেটস্থ শাহরিয়া আবাসিক হোটেলের পিছনে জনৈক খোদের বাড়িতে পেয়ে তুহিন হোসেন তার টাকা ফেরত চাইলে আতিয়ার রহমান উল্টো হুমকী ধামকীর এক পর্যায় টাকা চাইলে মারার হুমকী দেয়। তুহিন হোসেন স্থানীয় লোকজনকে জানালে তারা আতিয়ার রহমানকে ধরে ফেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here