রোববার সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৬তম জন্মজয়ন্তী

0
538

বাবুল আক্তার : রোববার সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে সাহিত্যিক ইমদাদুল হকের জন্মস্থান পাইকগাছায় শিবসা সাহিত্য অঙ্গনের উদ্যোগে আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, অসমাপ্ত “আব্দুল্লাহ” উপন্যাসের রচয়ীতা, সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হক ১৮৮২ সালের ৪ নভেম্বর খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। ইমদাদুল হকের পিতা কাজী আতাউল হক। ইমদাদুল হক ১৯০৪ সালে খুলনা শহরে মৌলভী আব্দুল মকসুদ সাহেবের জৈষ্ঠ্য কন্যা সামসুন্নেসা খাতুনকে বিয়ে করেন। কাজী ইমদাদুল হকের ৫ পুত্র কাজী আনারুল হক, কাজী সামছুল হক, কাজী আলাউল হক, কাজী নুরুল হক, কাজী টুকু (মৃত) এবং ২ কন্যা জেবুন্নেছা ও লতিফুন্নেছা। কাজী ইমদাদুল হকের পুত্র কাজী আনারুল হক শিক্ষা মন্ত্রী ছিলেন। শিক্ষা বিভাগে বিভিন্ন কাজে অসামান্য দক্ষতা, গভীর দায়ীত্ববোধ ও উদ্ধাবনী শক্তির স্বীকৃতি স্বরুপ তৎকালীন বৃটিশ সরকার কাজী ইমদাদুল হককে ১৯১৯ সালে খান সাহেব এবং ১৯২৬ সালে তাকে খান বাহাদুর উপাধীতে ভূষিত করেন। কাজী ইমদাদুল হক ১৯২৬ সালে ২০ মে মাত্র ৪৪ বছর বয়সে কলকাতায় মৃত্যুবরণ করেন। এদিকে, সু-সাহিত্যিকের জন্মজয়ন্তী উপলক্ষে শিবসা সাহিত্য অঙ্গনের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক। বিশেষ অতিথি থাকবেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) ডাঃ আব্দুুল আউয়াল, ওসি আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাক ও সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here