‘রোহিঙ্গাদের কাছে অবৈধভাবে সিম বিক্রি করলে ব্যবস্থা’

0
324

নিজস্ব প্রতিবেদক: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, রোহিঙ্গাদের কাছে যারা অবৈধভাবে সিম বিক্রি করেছেন তাদের শনাক্ত করবে বিটিআরসি। তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তি দেয়া হবে।

আজ শনিবার দুপুরে বিটিআরসিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের রোহিঙ্গাদের কাছে মোবাইল সিম বিক্রিয় নিয়ন্ত্রণ ও মনিটরিং সংক্রান্ত সভা শেষে এ কথা বলেন তিনি।

তারানা হালিম বলেন, রোহিঙ্গাদের বিষয়ে মানবতা ও নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মোবাইল কোম্পানিগুলো শরণার্থীদের ক্যাম্প এলাকায় বুথ বসানো হবে। খুব অল্প পয়সায় যেন রোহিঙ্গারা ফোন সুবিধা পান। তবে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, যাদের বায়োমেট্রিক করা সিম রোহিঙ্গাদের হাতে গেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে টেলিটকের বুথ খোলা হচ্ছে। সেখানে ১৬/১৭টি কেন্দ্র খোলা হবে। সেখানে রোহিঙ্গারা এসে ন্যূনতম চার্জে তাদের প্রয়োজনমতো লোকাল কল করতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here