রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকা প্রশংসিত-ইকবাল সোবহান চৌধুরী

0
392

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের মানবাধিকার রক্ষায় বর্তমান সরকারের প্রচেষ্টাকে কমনওয়েলথসহ আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনগুলো সাধুবাদ জানিয়েছে।

তিনি রোহিঙ্গাদের অধিকার রক্ষায় এবং তাদেরকে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশগুলোকেও মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানান।
সোমবার বিকেলে ইকবাল সোবহান চৌধুরী প্রেসক্লাব যশোরের কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফকির শওকত, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু, প্রেসক্লাবের সহ-সভাপতি মনোতোষ বসু, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাবেক সাধারণ সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু, সাকিরুল কবির রিটন প্রমুখ।
মতবিনিময় সভায় ইকবাল সোবহান চৌধুরী সংবাদপত্র ও সাংবাদিকদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে খোলামেলা আলোচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here