‘রোহিঙ্গা নির্যাতন জাতিগত নিধন’

0
419

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনকে ‘জাতিগত নিধন’ বলে অভিহিত করেছেন বাংলাদেশ সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ক্যাম্প বুধবার পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

তুরস্কের প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো এবং নিরাপদে বসবাসের জন্য আন্তর্জাতিক সব মহলের একযোগে কাজ করা জরুরি।

জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে ব্যক্তিগত প্লেনে করে কক্সবাজার পৌঁছান তুরস্কের প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি সরাসরি যান উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে। পরে সেখানে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন এবং দুটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন ইলদিরিম। ক্যাম্প পরিদর্শনের সময় নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন তিনি। এরপর কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের মধ্যে খাবার বিতরণ করেন তুরস্কের প্রধানমন্ত্রী।

এসময় তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ বিভিন্ন কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here