লোহাগড়ায় অবিলম্বে ভিজিএফ এর চাউল প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

0
467

নিজস্ব প্রতিবেদক
নড়াইলের লোহাগড়া উপজেলার ১২নং কাশিপুর ইউনিয়নের ২৪০টি দরিদ্র পরিবারের জন্য ভিজিএফ এর বরাদ্দকৃত ৩.৬০০ মে. টন চাউল বরাদ্দের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগষ্ট) দুপুর আড়াই টার দিকে এড়েন্দা বাজারস্থ কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অফিস কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য মো. রবিউল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ঈদুল আযহা উপলক্ষে কাশিপুর ইউনিয়নে ৪১.৫৫০ মে. টন চাউল বরাদ্দ করা হয়। বরাদ্দকৃত চাউল ৬নং ওয়ার্ড সদস্য ও পিআইসি আব্দুল অহেদ শেখ স্থানীয় খাদ্য গুদাম থেকে উত্তোলন করেন এবং দরিদ্র পরিবারের মাঝে উত্তোলনকৃত চাউল বিতরণ করেন। কিন্তু স্থানীয় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামরান হোসেন ৩.৬০০ মে. টন চাউল উত্তোলন করার ক্ষেত্রে গড়িমসি করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় এবং বিষয়টি তদন্তপূর্বক দোষীদের শাস্তির দাবি জানান। এতে করে ইউনিয়নের ২৪০টি পরিবার ভিজিএফ এর চাউল হইতে বঞ্চিত হচ্ছে। সংবাদ সম্মেলনে কাশিপুর ইউপি’র সদস্য হাফিজুর রহমান বাকা, মো: ছলেমান শেখ, ইব্রাহিম মোল্যা, মো: শহিদুল ইসলাম, কাজি রওশন, মহিলা ইউপি সদস্য মর্জিনা খানম, বিনা রানী ভট্টাচার্য্যসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এড়েন্দা বাজারের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বঞ্চিত পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here