লোহাগড়ায় ইনস্যুরেন্স কোম্পানীর গ্রাহকের টাকা নিয়ে ম্যানেজার উধাও ॥ ইউএনও’র কাছে অভিযোগ দাখিল

0
672

নিজস্ব প্রতিবেদকঃ নড়াইলের লোহাগড়া শাখার সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর গ্রাহকের ১৩ থেকে ১৫ লক্ষ টাকা নিয়ে ম্যানেজার উধাও হয়ে আছে। এ ঘটনায় ভুক্তভোগি সানজিদা বেগম বাদী হয়ে ইউএনও’র নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ম্যানেজার উপজেলার পাঁচ শতাধিক সহজ সরল মানুষের নিকট থেকে দশ বছরে দ্বিগুন মুনাফার কথা বলে গৃহ সঞ্চয় বীমার নামে প্রায় ১৩ থেকে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে আব্দুল্লাহ।
২০০৬ সালে লোহাগড়া বাজারে সাইফুল মার্কেটের দোতলায় তিনটি কক্ষ ভাড়া নিয়ে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর লোহাগড়া শাখার কার্যক্রম শুরু করে। এই অফিসের ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উপজেলার জয়পুর ইউনিয়নের ধানাইড় গ্রামের মৃত মঞ্জিল ভূইয়ার ছেলে প্রতারক আব্দুল্লাহ।
ভুক্তভোগি লাবনী আক্তার জানান, ম্যানেজারের ফাঁদে পড়ে সানজিদা বেগম ১৩ হাজার, সিরিনা বেগম ২৭ হাজার, রেকছোনা ১৪ হাজার, তাসলিমা ১৪ হাজার, তুহিন ভূইয়া ৫০ হাজার, ইকরাম ভূইয়া ১০ হাজার, রিক্তা ১৩ হাজার, পিয়ারি ১৫ হাজার, হক ভূইয়া ২০ হাজার, রেহানা ১০ হাজার, শামীমা ২৪ হাজার, আশরাফ কাজী ৫৬ হাজার, মশিয়ার রহমান ১ লক্ষ, ইকবাল ভূইয়া ১৩ হাজার, মিঠু কাজী ৬০ হাজার, শাহিনুর রহমান ভূইয়া ১১ হাজার, মর্জিনা ১১ হাজার, জেসমিন নাহার ২৩ হাজার, হামিম ১০ হাজার, রোকেয়া বেগম ১০ হাজার, সবুরন ১৩ হাজার, সাবানা বেগম ৫ হাজার, নাইম ৬ হাজার, সাহানাজ সাড়ে ১০ হাজার, আল আমিন ১০ হাজার, মনিরা ২৪ হাজার টাকা জমা দেন।
ভুক্তভোগি সানজিদা বেগম বাদী হয়ে গত ১৬ জুলাই ২২ জন গ্রাহকের নাম উল্লেখ করে ইউএনও নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১১টায় অভিযুক্ত আব্দুল্লাহকে ইউএনও’র কার্যালয়ে শুনানীর জন্য হাজির হওয়ার নোটিশ প্রদান করেন। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল্লাহ সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকের পরিচয় পেয়ে ব্যস্ত আছে বলে ফোন কেটে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here