লোহাগড়ায় দু’গ্রুপের সংঘর্ষে মহিলাসহ ৪ জন গুলিবিদ্ধ ॥ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ১০ রাউন্ড গুলি বর্ষণ

0
1065

নড়াইল প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ৪ জন গুলিবিদ্ধ হয়েছে। এ সময় পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার জন্য ১০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। আহতদেরকে লোহাগড়া হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে  মিজান, ইমরুল ও নান্টুু শিকদার সমর্থিত লোকদের সাথে একই গ্রামের নিজাম ও কামাল শেখ সমর্থিত লোকদের মধ্যে দ্বন্ধ-সংঘাত চলে আসছিল। আসন্ন ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে রোববার (১২ মার্চ) সকালে দু’গ্রুপের লোকজন পাইপগান, রামদা, ঢাল-সড়কী, লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে শামীম সিকদার, কদম সিকদার, এসকেন্দার ও জাহানারা গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এ সময় প্রতিপক্ষরা মুক্ত মোল্যা, শুকুর মোল্যা, ইছা মোল্যার বাড়ী ভাংচুর ও লুটপাট করে। কামাল শেখ অভিযোগ করে বলেন, সংঘর্ষের সময় ইমরুল ও নান্টু পাইপ গান দিয়ে গুলি করেছে। খবর পেয়ে লোহাগড়া থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ করে। আহতদের প্রথমে লোহাগড়া হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে কর্তব্যরত লোহাগড়া থানার এসআই প্রবীর কুমার দাস বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের গুলি বর্ষনের সময় চররা গুলি কারো হাতে-পায়ে লাগতে পারে’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here