লোহাগড়ায় নির্মাণ শ্রমিককে অপহরণের অভিযোগে চার অপহরণকারী আটক

0
603

নিজস্ব প্রতিবেদকঃ নড়াইলের লোহাগড়ার চর দিঘলিয়া গ্রামের একজন নির্মাণ শ্রমিককে অপহরণের অভিযোগে চার অপহরণকারী আটক করেছে পুলিশ। তাদেরকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চর দিঘলিয়া গ্রামের সাকায়েত বিশ্বাসের ছেলে নির্মাণ শ্রমিক নাঈম বিশ্বাসকে (১৮) গত ৪ আগষ্ট একই ইউনিয়নের টিকের ডাঙ্গা মসজিদের সামনে থেকে অজ্ঞাত অপহরণকারীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর অপহৃত নাঈমের পরিবারের সদস্যরা তাকে সম্ভাব্য সকল স্থানে খোঁজ খবর নিয়েও তার কোন সন্ধান পায়নি। এরপর অপহরণকারীরা ০১৭৭৬-৭৪৮৩১৭ ও ০১৮৩৪-৫১৭৮৬২ নম্বর থেকে অপহৃত নাঈমের পরিবারের কাছে ৭০হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এরপর অপহৃত নাঈমের দাদী মর্জিনা বেগম বাদী হয়ে ৪ আগষ্ট রাতে অজ্ঞাতনামা অপহরণকারীদের নামে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। লোহাগড়া থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মিল্টন কুমার দেবদাস প্রযুক্তির সাহায্যে অপহরণকারীদের সাথে যোগাযোগ করে তাদের সনাক্ত করেন। এরপর পরই অপহরণকারীরা অপহৃত নাঈমকে ৪ আগষ্ট রাতে টিকেরডাঙ্গা এলাকায় ছেড়ে দিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ আগষ্ট) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও লোহাগড়া থানার এসআই মিল্টন কুমার দেবদাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের প্রধান হোতা দূর্ধর্ষ অপরাধী কুমড়ী পূর্বপাড়ার মৃত জহুর শেখের ছেলে আরজ মোল্যা (৪০), মোসলেম শেখের ছেলে মামুন শেখ (২১), মৃত আবুল শেখের ছেলে মোসলেম শেখ (৫২) ও মোয়াজ্জেম শেখের ছেলে বিপ্লব শেখকে (১৯) আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, আটককৃতদের নামে লোহাগড়া থানাসহ অন্যান্য থানায় চুরি, ডাকাতি, অপহরণসহ নানা অপরাধের মামলা বিচারাধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here