লোহাগড়ায় পঁচা মাংস বিক্রিতে ভ্যান চালক আটক

0
633

নিজস্ব প্রতিবেদক
নড়াইলের লোহাগড়ায় সোমবার (১০ জুন) দুপুরে পঁচা গরুর মাংস বিক্রির অভিযোগে নিরাপদ খাদ্য আইনে ৫ জনের নামে মামলা হয়েছে। লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন মামলাটি দায়ের করেন।
লোহাগড়া থানার এসআই মো. এনামুল বলেন, ঘটনাস্থল থেকে দুই মণ পঁচা মাংস উদ্ধারসহ বিক্রেতার সহযোগী মাংসের ভ্যান চালক লোহাগড়া পৌরসভার সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে বাচ্চু শেখকে আটক করা হয়েছে। এ সময় ভ্রাম্যমান আদলতে উপস্থিতি টের পেয়ে কসাইসহ অন্যান্যরা সটকে পড়ে।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাংস বিক্রেতা পৌর শহরের সিংগা-রামপুর এলাকার বাচ্চু, ইউসুফ, সেলিম, পান্নু ও শহীদকে আসামি করে মামলা দায়ের করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম আরাফাত হোসেন বলেন, আটককৃত বাচ্চু শেখ দোষ স্বীকার না করায় ভ্রাম্যমাণ আদালতে বিচার না হওয়ায় উপযুক্ত বিচারের জন্য মামলাটি লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)র মাধ্যমে নড়াইল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
লোহাগড়া থানার ওসি মো. মোকাররম হোসেন বলেন, আসামিসহ মামলার নথি আদালতে প্রেরণ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here