লোহাগড়ায় পাট ব্যবসায়ী ও ভ্যান চালককে হাতুড়ি পেটা

0
1035

নিজস্ব প্রতিবেদকঃ নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রাম ফের অশান্ত হয়ে উঠেছে। আবার শুরু হয়েছে দ্বন্ধ ও সংঘাত। গ্রাম্য কোন্দলের জের ধরে বুধবার বিকালে একজন পাট ব্যবসায়ী ও ভ্যান চালককে হাতুড়ি পেটা করেছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত সৈয়দ নয়ন আলীকে (৪০) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ভ্যান চালক আতিয়ার কে লোহাগড়া হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামের বিবাদমান দু’টি পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামটি গ্রাম্য কোন্দলে জর্জরিত। এ গ্রামের মিরাজ মোল্যা সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের সুলতান মাহমুদ বিপ্লব সমর্থিত লোকজনদের মধ্যে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার বিকালে ওই গ্রামের মৃত রওশন আলীর ছেলে পাট ব্যবসায়ী সৈয়দ নয়ন আলী পাশ্ববর্তী মানিকগঞ্জ বাজার থেকে ভ্যান বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে উত্তরপাড়ার রব শিকদারের বাড়ির সামনে পৌঁছালে ইউপি সদস্য সলেমান শেখের ইন্ধনে স্বপন, ইমরান, সজল, সজিব, রাসেল ও জাকারিয়াসহ ৮/১০ জনের একদল দুর্বৃত্ত কোন কিছু বুঝে ওঠার আগেই হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে নয়নকে বেধড়ক মারপিট করে আহত করে। এসময় তার ভ্যান চালক আতিয়ার ঠেকাতে গেলে দুর্বৃত্তরা তাকেও মারপিট করে। দুর্বৃত্তরা নয়নের কাছ থেকে ১ লক্ষ ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে নয়ন নিজেই অভিযোগ করেছেন। আহতদেরকে লোহাগড়া হাসপাতালে আনা হলে গুরুতর আহত নয়নকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ভ্যান চালক আতিয়ার কে লোহাগড়া হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামের বিবাদমান দু’টি পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকাররম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here