লোহাগড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ

0
277

নড়াইল প্রতিনিধি : লোহাগড়া উপজেলার শালবরাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের শালবরাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান শেখ হাবিব দীর্ঘদিন ধরে একই গ্রামের মন্টু শেখের স্বামী পরিত্যক্ত মেয়ে লাখি বেগমকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। লাখি বেগম প্রধান শিক্ষকের এহেন প্রস্তাবে সাড়া দেন নাই। গত ২৬ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে উক্ত প্রধান শিক্ষক লাখি বেগমের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে তাকে ডাকাডাকি করে সাঁড়া না পেয়ে চলে যান। পরের দিন সকাল ১০ টার দিকে লাখি মামার বাড়ি যাওয়ার পথে ওই প্রধান শিক্ষক তার গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় ওই প্রধান শিক্ষক লাখিকে এলাকা ছাড়া করার হুমকি দেয়। এ ঘটনায় লাখি বেগম গত ২৯ সেপ্টেম্বর লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোকাররম হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর লোহাগড়া থানার এসআই কামরুজ্জা„মান গত সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রাম্য কোন্দলের জের ধরে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here