ল্যাপটপের বিকল্প অ্যাপলের নতুন আইপ্যাড

0
392

প্রযুক্তি ডেস্ক: আন্তর্জাতিক বাজারে এসেছে অ্যাপলের ১০.৫ ইঞ্চির নতুন আইপ্যাড। এর মডেল আইপ্যাড প্রো। অ্যাপল দাবি করছে তাদের নতুন এই ডিভাইস ল্যাপটপ বিকল্প হিসেবে কাজ

করবে। প্রতিবেশি দেশ ভারতে অ্যাপলের নতুন এই আইপ্যাড পাওয়া যাচ্ছে। দাম ৫০ হাজার রুপি থেকে শুরু।

বেশ কয়েকটি বিল্টইন মেমোরি ভার্সনে নতুন আইপ্যাড পাওয়া যাচ্ছে। এগুলো হলো ৬৪ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি মেমোরির।
ডিভাইসটিতে আছে ১০.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসিপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২২২৪x১৬৬৮ পিক্সেল। ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ২৬৪ পিপিআই। এতে ৬৪ বিটের এ১০ এক্স

ফিউশন ফোর্থ চিপ ব্যবহার করা হয়েছে।

নতুন আইপ্যাডটিতে ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে। এই ক্যামেরার অ্যাপারচার এফ/১.৮। এতে কোয়াড এলইডি ট্রু টোন ফ্লাশ পাওয়া যাবে। এই ক্যামেরা দিয়ে ফোরকে মানের ভিডিও রেকর্ডিং করা যাবে। ফ্রন্ট ক্যামেরা ৭ মেগাপিক্সেলের।

আইপ্যাডটিতে চারটি স্পিকার, ওয়াইফাই, ডুয়েল ব্যান্ড মিমো, ব্লুটুথ, ন্যানো সিম ট্রে রয়েছে।

আইওএস ১১ অপারেটিং সিস্টেম চালিত এই আইপ্যাডটিতে ৩০.৪ ওয়াটের রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here