শচীন-শেবাগদের ক্লাবে তামিম

0
288

ক্রীড়া ডেস্ক: শচীন-শেবাগদের ক্লাবে তামিমব্যাটিং দাপটে রোববার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে বাংলাদেশ। পঞ্চাশোর্ধ ইনিংস উপহার দিয়েছেন তামিম-মুশফিক এবং মাহমুদউল্লাহ। এর মাঝে ৭০ বলে ছয় চার এক ছক্কায় ৫২ রানের ইনিংস খেলে তামিম ইকবাল পৌঁছে গেছেন দারুণ এক ক্লাবে। ওপেনার হিসেবে ১৪ হাজার রান করা ক্রিকেট ইতিহাসের দশম ওপেনার হলেন তামিম।
তিন ফরম্যাট মিলিয়ে ওপেনার হিসেবে দেশসেরা ওপেনারের রান এখন ১৪,০১১। তার আগে আছেন ডেভিড ওয়ার্নার (১৪,৮০৩), ম্যাথু হেইডেন (১৪,৮২৫), স্যার অ্যালিস্টার কুক (১৫১১০)। তালিকার শীর্ষে আছেন মাতারা হ্যারিকেন খ্যাত লঙ্কান কিংবদন্তি সনাথ জয়াসুরিয়া। ওপেনার হিসেবে তার সংগ্রহ ১৯,২৯৮ রান।
দুইয়ে ক্যারিবীয় দানব ক্রিস গেইল (১৮,৮৩৪)। তিনে গ্রেম স্মিথ (১৬,৯৫০)। চারে ডেসমন্ড হেইন্স (১৬,১২০)। পাঁচ এবং ছয় নম্বরে আছেন ভারতের দুই কিংবদন্তি ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ আর শচীন টেন্ডুলকার। শেবাগ ওপেনার হিসেবে করেছেন ১৬,১১৯ রান আর শচীন করেছেন ১৫,৩৩৫ রান। সেই সময়ে শচীন-শেবাগ জুটি ছিল বোলারদের ত্রাস। বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম এখন তাদের দলে।