শাওমির স্মার্ট আল্টাসনিক টুথব্রাশ

0
396

প্রযুক্তি ডেস্ক: চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি নতুন তিনটি ইকোসিস্টেম পণ্য বাজারে এনেছে। এগুলো মি সিরিজের। পণ্যগুলো হলো মি লেজার প্রজেক্টর, নাইনবট প্লাস এবং আল্টাসনিক টুথব্রাশ। চীনের বাজারে পণ্যগুলো পাওয়া যাচ্ছে।

শাওমি তাদের নতুন মি লেজার প্রজেক্টর বাজারে আনতে দুই বছর ধরে গবেষণা করেছে। প্রজেক্টরটিতে এএলপিডি ৩.০ লেজার লাইট রয়েছে। এতে হাই-কোয়ালিটি স্পিকার ব্যবহার করা হয়েছে।

শাওমির মি আল্ট্রাসনিক টুথব্রাশটি ৩১ হাজার বার ব্যবহার করা যাবে। এতে ৭০০ মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সিঙ্গেল চার্জে ডিভাইসটি ১৮ দিন পর্যন্ত চলবে।

অন্যদিকে শাওমির নাইনবট প্লাস ডিভাইসটি ম্যাগনেশিয়াম অ্যালয় চেসিসে তৈরি। এটি ১০০ কেজি ওজন সমর্থন করে। সিঙ্গেল চার্জে এটি ৩৫ কিলোমিটার চলতে পারবে। এতে অপশনাল মি নাইটবট প্লাস ক্যামেরা ব্যবহার করা যাবে।

শাওমির এই ইকোসিস্টেম ডিভাইসগুলো ৬০ মিলিয়ন ডিভাইসের সঙ্গে সংযুক্ত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here