“শার্শার ঠেঙ্গামারী বিলে অথৈ পানি! বোরো আবাদ না হওয়ার আশংকা”

0
484

আরিফুজ্জামান আরিফ : যশোরের শার্শা উপজেলার ঠেঙ্গামারী  বিলে এখনও পানি থৈ থৈ করছে। পানি নামার সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে। ফলে ইরি বোরো চাষ করা নিয়ে মহা চিন্তার মধ্যে রয়েছে চাষীরা।

বিলে ৫শত একর আবাদ যোগ্য জমি রয়েছে। বছরের প্রায় অর্ধেক সময় ধরে বিলে পানি জমে থাকার  কারনে আমন ধান লাগাতে পারেনা চাষীরা। ফলে সারা বছর অভাব অনটন লেগেই থাকে এ অঞ্চলে ভুক্তভোগী চাষীদের।
রুদ্রপুর, দাউদ খালী, ভবানীপুর, কায়বা, পাঁচ কায়বা, পাড়ের কায়বা, বাইকোলা ও গোগা বিলপাড়া সহ আট গ্রামের চাষীরা এ বিলে ধান চাষ করে তাদের সংসার চালায়। বিলে বছরের অর্ধেক সময় ধরে পানি জমে থাকার কারনে আমন চাষ তো করা যায়না। উপরোন্ত বোরো ধান ও সময় মত লাগাতে পারেনা চাষীরা। কোনো রকম এক ফসলের ওপর নির্ভর করতে হয় চাষীদের।
রুদ্রপুর গ্রামের আজিজুল ইসলাম জানান, দাউদখালী ত্রুটিপূর্ণ  স্লুইসগেট  নির্মান করার কারনে বিলের পানি  ঠিকমত নিস্কাশন হতে পারেনা। যার বহিঃপ্রকাশ ঘটে বিলে। জমে যায় পানি। বিল হয়ে পড়ে জলাবদ্ধতায়।যার স্হায়ী রুপ নেয় প্রায় ৫/৬ মাস।ফলে ব্যাঘাত ঘটে এলাকার হাজারো ভুক্তভোগী চাষীদের।মহা দুঃশ্চিন্তায় পড়ে যায় বোরা  আাবাদ নিয়ে।

এ ব্যাপারে এলাকার সচেতন মহল সরজমিন তদন্ত সাপেক্ষ জেলা পানি উন্নয়ন বোর্ডে আশু হস্তক্ষেপ কামনা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here