“শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল”

0
623

আরিফুজ্জামান আরিফ : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের মাজারে পুষ্প স্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ৪৯’ব্যাটালিয়ন বিজিবি পক্ষে কমাডিং অফিসার লে. কর্ণেল আরিফুল ইসলাম বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের মাজারে পুষ্প স্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করেন।



সকাল সাড়ে ৭টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ শেখের মাজারে পুষ্প স্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন।

সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। এসময় আরো উপস্থিত ছিলেন সরকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, সহকারী কমিশনার ( ভূমি ) আব্দুল ওয়াদুদ, শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) এম মসিউর রহমান, বেনাপোল পোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) অপূর্ব হাসানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া নূর মোহাম্মাদের মাজারে পুষ্প স্তবক অর্পন করেন বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন।এসময় উপস্হিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফউদ দৌলা সরদার অলোক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক ফজলূল হক বকুল, প্রভাষক গোলাম মোস্তফা , ডিহি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শওকাত হোসেন প্রমুখ।

এছাড়া উপজেলা আওয়ামীলীগ,সরকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ কলেজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ইউনিয়ন আওয়ামী লীগ,বিএনপি, যুবলীগ, ছাত্রলীগ, শাড়াতলা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও অঙ্গ সংগঠন। পুষ্প স্তবক অর্পণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ শেখের মাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন কাশিপুর জান্নাতা খানম মহিলা কওমী মাদ্রাসার মোহতামিম কামাল হোসাইন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here