“শার্শায় ২৬ তম আর্ন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত”

0
706

আরিফুজ্জামান আরিফ : “সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ২৬ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে শার্শায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে শার্শার নাভারণে উপজেলা প্রতিবন্ধী কার্যালয় থেকে উক্ত র‌্যালীটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শার্শা উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আবু বাক্কার সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, যশোর জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা মহিলা ভাইস-চেযারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সম্পাদক সালেহ আহম্মেদ মিন্টু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল ওহাব, শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, শার্শা উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সর্দার প্রমূখ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা সকলেই আমাদের সমাজেরই অংশ। প্রতিবন্ধীদের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে ইতিমধ্যেই উদাহরণ সৃষ্টি করেছে।

আলোচনা সভা শেষে সমাজসেবা অর্থায়নে ৪টি হুইল চেয়ার ও ১০ টি প্রতিবন্ধী কার্ড বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here