শার্শায় ২৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার, পুলিশী তৎপরতায় ৮ ঘন্টা পর পলাতক মাদক ব্যাবসায়ী আটক

0
664

বিশেষ প্রতিনিধিঃযশোরের শার্শা থানা পুলিশের তৎপরতায় পৃথক ২৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার ঘটনার মেহেদী হাসান (২৩) নামের পলাতক আসামী টানা ৮ ঘন্টা পুলিশী অভিযান আটক হয়েছেন।অভিযান কালীন সময়ে হ্যান্ডক্যাপ নিয়ে পালানো আসামী মেহেদী গোগা ইউনিয়নের গোগা গ্রামের গান পাড়া এলাকার কুরবান আলীর পুত্র ও নাম ডাকী মাদক ব্যাবসায়ী।পলাতক মেহেদী কে গ্রেফতার করতে যেয়ে গোপন তথ্যের ভিত্তিতে বসতপুর বাজার এলাকা হতে মটরসাইকেলে ফেনসিডিল বহনের সময় মিলন(৩৫)নামের অপর এক মাদক বিক্রেতা ১৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক হয়েছেন।মিলন পুটখালি ইউনিয়নের শিবনাথপুর বারোপোতা গ্রামের খোরশেদ আলীর পুত্র এ ঘটনায় অপর এক আসামী পলাতক রয়েছে।বাগঁআচড়া পুলিশ ফাঁড়ি সুত্রে জানা যায়,সোমবার সকালে এ এস আই আকবর গোপন সংবাদের ভিত্তিতে গোগা গ্রামে মাদক ব্যাবসায়ী মেহেদীর বাড়িতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে যান।এ সময় মেহেদী কৌশলে পুলিশের হ্যানক্যাপ সহ পালিয়ে গেলেও তার সহোযোগী তিন মহিলাকে সকাল ১১.৩০মিনিটে ১৩০বোতল ফেনসিডিল সহ আটক করেন।আসামী পলাতকের ঘটনায় গ্রামটিতে নারী পুরুষের ভিড় জমে।প্রত্যক্ষদর্শীরা জানান,মেহেদী দীর্ঘদীনের মাদক বিক্রেতা।সকালে পুলিশ যখন তার সহোযোগী দুই মহিলা ও তার মাহাজন এর বউকে যখন আটক করে তখন মেহেদী পুলিশের হ্যানক্যাপ নিয়ে দৌড়ে পালিয়ে যায়।পরবর্তীতে গ্রামটিতে পুলিশের দফায় দফায় অভিযান চালিয়ে সন্ধ্যা ৬টার কিছু পর সময়ে মাঠের ভিতর হতে আটক করেন।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান ফেনসিডিল উদ্ধার সহ পলাতক আসামী আটকের সত্যতা স্বীকার করে জানান,আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।তাদের কে মঙ্গলবার কোর্ট হাজতে প্রেরন করা হবে।