শার্শা উপজেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষনা করা হয়েছে

0
602

আরিফুজ্জামান আরিফ বাগআঁচড়া : ২৭ মার্চ সোমবার সকালে শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন মোট ১৮২ জন ভিক্ষুককে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিক্ষুক মুক্তকরণ প্রকল্পের আওতায় এনে ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হয়।ভিক্ষুক মুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ।
খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়া। আর এ দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে পরিচিত করা। আর এজন্য দেশকে ভিক্ষুকমুক্ত করার বিকল্প নেই। সবার ঐকান্তিক প্রচেষ্টা ও মহানুভবতার ভিক্ষুক মুক্ত সমাজ গড়া সম্ভব।
জেলা প্রশাসক হুমায়ুন কবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আনিসুর রহমান,উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জ,উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম সহ প্রমুখ।
অনুষ্ঠানে ভিক্ষুকদের প্রাথমিক পুনর্বাসনের অংশ হিসেবে ২ জনকে গরু, ১০৫ জনকে ছাগল, ১৯ জনকে সেলাই মেশিন, ১৬ জনকে হাস-মুরগী, ২২ জনকে ভ্যান, ৬ জনকে ওজন মাপার যন্ত্র ও ১২ জনকে ফ্লাক্স সহ মোট ১৮২ জন ভিক্ষুককে মোট ১০ লক্ষ টাকার উপকরণ দিয়ে পুণর্বাসন করার উদ্যোগ নেয়া হয় |
এছাড়াও দীর্ঘ মেয়াদী কার্যক্রমের মধ্যে রয়েছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ১০ টাকা মূল্যের চালের কার্ড, কর্মক্ষম ভিক্ষুকদের কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ব্যবসার ব্যবস্থা করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here