শার্শা-কাশীপুর পাকা সড়কটির সংস্কারের অভাবে পথচারীসহ যানবাহন চলাচলে বিঘ্নের সৃষ্টি

0
493

আশানুর রহমান আশা বেনাপোল থেকে : শার্শা –কাশীপুর পাকা সড়কটির দৈর্ঘ্য ১৬ কি:মি: ।প্রায় ১৭ বছর আগে এ সড়কটি পাকা করা হয় । ৩/৪ নং ইর্ট,বালু,খোয়া দ্বারা নির্মিত হওয়ায় বছর না যেতেই সড়কটির মাঝে মধ্যে ভেংগে বড় বড় গর্ত ও খাদের সৃস্টি হয়।দায়সারা ভাবে কোন রকম ২বার সংস্কারের কাজ করা হলেও আবারো নষ্ট হয়ে যায়। গত ১৫ বছর হলেও আজো সড়কটির মেরামতের কাজ হয়নি। এর ফলে শত শত পথচারীসহ রিকসা-ভ্যান,যান-বাহন চলাচলে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে।রাজনৈতিক নেতারা যায়-আসে ,কথা দেয়,কিন্ত কেহ কথা রাখে না। এ সড়কের দু”পাশ সহ বিস্তৃত শার্শা,নিজামপুর,লক্ষনপুর ও ডিহি,এ ৪টি ই্র্উনিয়নের লোকজন বস বাস করে। প্রায় ৪ ল্ক্ষ মানুষের বাস এ অনচলে । সড়কের এ অবস্থার জন্য প্রায় দূর্ঘটনা লেগেই্ থাকে ।গত ৭ বছরে প্রায় ৫০জন এর বেশী মানুষ সড়ক দূর্ঘটনায় আহত হেেয়ছে ।নিহত হয়েছে ৬জন ।
কিন্ত আজ অবধি সড়ক ও জনপথ বিভাগ কিংবা সরকারের কোন মাথাব্যথা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here