শালিখায় শুরু হয়েছে জাগরণী চক্রের আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট ২০১৮

0
521

সংবাদ বিজ্ঞপ্তি : বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আয়োজনে বুধবার (২৪ অক্টোবর ২০১৮) মাগুরার শালিখা উপজেলায় ৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি মাদ্রাসার অংশগ্রহণে শুরু হয়েছে ‘আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট ২০১৮’।

“মাদক কে না বলি, এসো ফুটবল খেলি” এই স্লোগানে উপজেলার সিংড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকালে পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করনে উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুণ কুমার ঢালী। এসময় উপস্থিত ছিলেন ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদের চেয়াম্যান শ্রী বিমলেন্দু শিকদার।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমার কখনও মাদকের সংস্পর্শে এসো না, তোমরা যত পার খেলাধুলার সংস্পর্শে থাকো, এতে তোমাদের জীবন একটি সুন্দর জীবনে রূপান্তরিত হবে।’

এরপর অতিথিরা ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী শপথ বাক্য পাঠে অংশগ্রহণ করেন।

টুর্নামেন্ট প্রথম দিনে নকআউট পর্বের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথমদিনের ম্যাচে জয় লাভ করে সেমিফাইনালে উত্তীর্ণ হয় সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয়, পিপরুল দাখিল মাদ্রাসা, মশাখালি দ্বাদশ পল্লী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয় এবং আমিয়ান মাধ্যমিক বিদ্যালয়।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর ২০১৮) অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here