শিক্ষাকে পেছনে ফেলে কোন দেশে উন্নয়ন হতে পারে না – বিভাগীয় কমিশনার

0
319

বিশেষ প্রতিনিধি : খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেছেন, শিক্ষা হলো উন্নয়নের মূলমন্ত্র। শিক্ষাকে পেছনে ফেলে কোন দেশে উন্নয়ন হতে পারে না। তিনি বলেন, আধুনিক ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থা সহজেই কোন দেশকে উন্নয়নের শিখরে পৌছে দিতে পারে। এ কারণে উন্নত সুখি সমৃদ্ধ দেশ গড়তে বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষাখাতে বেশি গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করতে শিক্ষক ও শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার প্রতি মনোযোগি হতে হবে।
বৃহস্পতিবার সকালে যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তালেব মিয়া ও যুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অনিন্দিতা রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক শ্রেণি পর্যন্ত ১৫০ শিক্ষার্থীর হাতে বৃক্তির এককালীন নগদ অর্থ তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here