শিক্ষামন্ত্রীর আশ্বাস সত্ত্বেও আন্দোলন চালানোর ঘোষণা নন-এমপিওভুক্তদের

0
538

নিজস্ব প্রতিবেদক : নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিভুক্ত করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বেলা ১১টার দিকে প্রেসক্লাবে আন্দোলনরত শিক্ষকদের অনশন ভাঙতে এসে শিক্ষামন্ত্রী এ আশ্বাস দেন। কিন্তু শিক্ষামন্ত্রীর দেওয়া আশ্বাস প্রত্যাখ্যান করে শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তারা এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে, এমপিওভুক্তির দাবিতে টানা আমরণ অনশনের কারণে তারা অসুস্থ হয়ে পড়ছেন স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে পাঁচদিনের অবস্থান কর্মসূচির পর টানা তৃতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা।

টানা তিনদিন অনশনের কারণে এরইমধ্যে অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অনেককেই স্যালাইন দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফেডারেশনের নেতারা জানান, দেশে স্বীকৃতিপ্রাপ্ত পাঁচ হাজারের মতো নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যাতে শিক্ষক-কর্মচারীর সংখ্যা এক লাখের বেশি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে ২০ লাখের বেশি শিক্ষার্থী শিক্ষা নিচ্ছে। অনেকেই ১৫-২০ বছর বিনা বেতনে কাজ করে মানবেতর জীবন-যাপন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here