শিক্ষার উন্নয়নে মণিরামপুরকে নিয়ে যেতে চাই অনন্য উচ্চতায়- প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

0
158

উত্তম চক্রবর্তী, নিজস্ব প্রতিবেদক মনিরামপুর : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, শিক্ষিত জাতি, দেশের অহংকার। সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। তবে এক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদের আন্তরিকতা প্রয়োজন। শিক্ষিত জাতি গঠনে অভিভাবক ও শিক্ষকদের সচেতন হতে হবে। শনিবার(০৮ জানুয়ারি-২০২২) সন্ধ্যায় মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের কিসমত চাকলা জি.এল মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আরো বলেন- বর্তমান সরকার শিক্ষাবান্ধব। এই সরকার দেশের শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি করেছে।মণিরামপুরের প্রায় সকল স্কুল/কলেজে সরকারি খরচে নতুন ভবন প্রতিষ্ঠা করা হয়েছে। আর যেসমস্ত রাস্তা-ঘাটের কাজ বাকি রয়েছে, সে সমস্ত রাস্তা-ঘাট পাকা করণে ব্যাপক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শিক্ষার উন্নয়নে মণিরামপুরকে নিয়ে যেতে চাই অনন্য উচ্চতায়। উক্ত অনুষ্ঠানে কিসমত চাকলা জি.এল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মাষ্টার গোলাম সরোয়ার এর সভাপতিত্বে ও কিসমত চাকলা জি.এল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিহার রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এড. মনিরুল ইসলাম মনির, মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ অধ্যক্ষ কাজী মাহামুদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম‍্যান মোঃ আবুল হোসেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলী নেতা অ্যাড. বশির আহম্মেদ খান প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের অন্যতম সদস্য ও পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ফজলুর রহমান, হরিহরনগর ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক রিপন কুমার ধর, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মশিয়ার রহমান, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মামুনার রশিদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি এম.এম ইমরান খান পান্না, মশ্বিমনগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইকবাল হাসান শাহিন, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা, হরিহরনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন রানা, ইউনিয়ন যুবলীগের সভাপতি দীপঙ্কর হালদার দিপু, সহ-সভাপতি জি.এম আশরাফুল ইসলাম স্বপন, মশ্বিমনগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার আজব আলী গাজী সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ। এর আগে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি উল্লেখিত বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের ফলক উম্মোচন করে ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। পরে একই মঞ্চে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।