শিক্ষার মানউন্নয়নে আজকের শিক্ষকদের অগ্রনী ভুমিকা রাখতে হবে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা সভায় -এমপি লুৎফুল্লাহ

0
340

মো. রিপন হোসাইন : শিক্ষার মানউন্নয়নে আজকের শিক্ষকদের অগ্রনী ভুমিকা রাখতে হবে। ক্ষিককে তার আদর্শের জায়গা তৈরী করতে হবে। নতুন প্রজন্ম আপনাদেরকে অনুসরন করে। প্রতিযোগিতামুলক শিক্ষার মাধ্যমে ছাত্রদেরকে তৈরী করতে হবে। যে ছাত্র তার শিক্ষককে সস্মান করে না সে কখনও বড় হতে পারবে না। আজকের ছাত্রদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস দেশ প্রেমের শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ চত্বরে পিএসসি, জেএসসি, জেডিসি, এসএসসি, এইচএসসি, দাখিল, আলীম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় দেড় হাজার কৃতি শিক্ষার্থীেেদরকে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ উপরোক্ত কথা বলেন। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অহিদুল ইসলাম ।
তালা উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ লিটন আলী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ লিটন আলী মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, , রিসোর্স সেন্টারের ইনস্ট্রাকটর মোঃ ইমান আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here