শিক্ষিকার বিরুদ্ধে স্কুলের রড বিক্রি ঘটনায় তদন্ত কমিটি গঠন

0
491

পাটকেলঘাটায় ধানদিয়া কৃঞ্চনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়

মো. রিপন হোসাইন,পাটকেলঘাটা : পাটকেলঘাটায় ধানদিয়া কৃঞ্চনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিরুদ্ধে বিপুল পরিমান স্কুলের রড বিক্রির ঘটনায় অবশেষে জেলা প্রশাসকের নির্দেশে ৩ সদস্যে তদন্ত কমিটি গঠন। জানা যায়,উপজেলা ৩নং ধানদিয়া কৃঞ্চনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষিকা মালতী দাশ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে সম্পূর্ন অনৈতিকভাবে স্কুলের পুরাতন ভবনের বিপুল পরিমান রড রাতের আধারে বিক্রির ঘটনায় বিদ্যোৎ সাহী সদস্য সোলাইমান সানার অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক সাতক্ষীরা তদন্তের নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন,উপজেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান,সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক।
প্রসংগত, গত ৩০ জানুয়ারী রাতের আধারে ঐ বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা মালতী দাশ কর্তৃপক্ষের বিনাঅনুমতিতে এবং কাউকে না জানিয়ে স্কুলে পুরাতন ভবনের জানালা গ্রিল, বেঞ্চের ফ্রেম ও ছাদের বিপুল পরিমান রড চুরি করে বিক্রয় করেন। এ নিয়ে অভিভাবক,এস,এম.সি’র সদস্যসহ গ্রামবাসীর ফুঁসে উঠেন। শিক্ষিকার এহেনও কর্মকান্ডে বিদ্যোৎ সাহী সদস্য সোলাইমান সানা গত ৫ই জানুয়ারী সাতক্ষীরা জেলা প্রশাসক,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়ে পৃথকভাবে লিখিত দরখান্ত দাখিল করেন। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসকে নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা জরুরী ভিক্তিতে তদন্তে জন্য ৩সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করেন। এ খবর এলাকায় জানাজানি হলে ঐ শিক্ষিকা জোরঝাপ শুরু করেন। তার এ অনৈতিক কর্মকান্ডের প্রত্যাক্ষদর্শীদের মুখ বন্ধ করতে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি অব্যাহত রেখেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here