শিমুলিয়া ইউনিয়ন একাদশকে ২-০ গোলে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনালে নাভারন ইউনিয়ন একাদশ

0
459

ঝিকরগাছা উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্ণামেন্ট

কামারুজ্জামান কামাল, ঝিকরগাছা : ঝিকরগাছা ‘উপজেলা প্রশাসন কাপ ফুটবল টূর্নামেন্টে প্রথম দল হিসেবে শিমুলিয়া ইউনিয়ন একাদশকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে খেলা নিশ্চিত করেছে নাভারন ইউনিয়ন একাদশ। প্রথমার্ধের খেলা গোলশুন্য ড্র থাকলেও দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে নাভারন ইউনিয়ন পরিষদ একাদশের ৬নং জার্সিপরিহিত খেলোয়াড় বেলাল এর করা দর্শনীয় গোলে দল এগিয়ে যায়। খেলার দ্বিতীয়ার্ধের ৩৩ মিনিটের মাথায় একই দলের রক্ষণভাগের শক্তিমান ১০নং জার্সিপরিহিত নাইজেরিয়ান খেলোয়াড় বেইজ হেড থেকে সুনিপূণ গোল প্রতিপক্ষের জালে আটকে গেলে ২-০ গোলে নাভারন ইউনিয়ন একাদশ অপরাজিত থাকে। খেলায় ম্যান অব দা ম্যাচের পুরুস্কার তুলে নেন নাভারন একাদশের ৭নং খেলোয়াড়। এর আগে গতকাল বিকাল ৪টায় হাজার হাজার দর্শক পরিপূর্ণ ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে খেলা শুরু হয়। প্রথমে মঞ্চে ও পরে মনোমুগ্ধকর খেলায় আন্দোলিত হয়ে দর্শকসারিতে বসে খেলা উপভোগ করেন, যশোর -২ আসনে এমপি অ্যাড. মনিরুল ইসলাম মনির, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, পৌর মেয়র আলহাজ মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা ক্রীড়া পরিষদের সাধারন সম্পাদক মুছা মাহমুদ, সাবেক খেলোয়ার ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন কলিম, জেলা পরিষদ সদস্য ইকবাল আহম্মেদ রবি, নাভারন ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান শফিউদ্দিন আহম্মেদ, সদর ইউপি চেয়ারম্যান আমির হোসেন, বিশিষ্ট ক্রীড়ানুরাগী ওবাইদুর রহমান ওবা, মহিউদ্দিন বিল্লা রুনু, হুমায়ুন কবীর, মোস্তাফিজুর রহমান কামাল, সাজ্জাদুল আলম, স্পোটর্স ক্লাবের সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক শাহাদৎ হোসেন, মুরিরুল আলম মিশর, আনোয়ারুল ইসলাম প্রমূখ। খেলা পরিচালনা করেন, বাসেত মল্লিক। আজকের খেলা ঃ বিএম হাইস্কুল মাঠে বিকাল ৩টায় দ্বিতীয় সেমিফাইনালে মূখোমূখি হবে ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদ একাদশ বনাম পানিসারা ইউনিয়ন পরিষদ একাদশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here