শীতের আমেজ আসতে না আসতেই লেপ-তোষক তৈরীতে ধুুম পড়েছে রাজগঞ্জে 

0
1546
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে শীতের আমেজ আসতে না আসতেই লেপ-তোষক তৈরীতে ধুুম পড়েছে ৷
উত্তম চক্তবর্তী : শীতের আমেজ আসতে না আসতেই লেপ-তোষক তৈরীতে ধুুম পড়েছে উপজেলার রাজগঞ্জেতে । এবার মধ্য হেমন্তে শীতের আগেই ক্রেতাদের ভিড় জমতে শুরু করেছে লেপ-তোষকের দোকানে । যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জসহ বিভিন্ন হাটবাজারে তুলা দিয়ে লেপ বানানোর মজুরির পাশাপাশি বেড়েছে তুলা ও কাপড়ের দাম । তথাপিও এ সব লেপ-তোষকের দোকানে দিন দিন বেড়েই চলছে ক্রেতাদের ভিড় । এ দিকে লেপ- তোষেকর পাশাপাশি শীতবস্ত্র বিক্রির দোকানে ভিড় ও কেনাকাটা জমে উঠতে শুরু করেছে ।
এলাকার বিভিন্ন হাটবাজার ঘুরে একাধিক লেপ-তোষক ও শীতবস্ত্র দোকান মালিকদের সাথে আলাপ কালে তারা জানান,গত বছরের তুলনায় এবার প্রত্যেক জিনিসের দাম বেশি । কথা হয় বাজারের লেপ-তোষক ব্যবসায়ীর সাথে । তিনি জানান,শিমুল তুলা প্রতি কেজি গত বছর ছিল ২০০ টাকা এবার তা ৩০০ টাকা, সাধারন তুলার দাম প্রতি কেজিতে ৫-১০ টাকা বৃদ্ধি পেয়েছে । সে ক্ষেত্রে শ্রেনী ভেদে প্রতি কেজি ৩০,৪০,৬০ টাকায় বিক্রী হচ্ছে । লেপের কাপড় গত বছরের তুলনায় প্রতি গজে ১০-১৫টাকা বৃদ্ধি পেয়েছে । গত বছর যে কাপড় গজ প্রতি বিক্রি হতো ৩৫ টাকা এবার তা ৪৫ টাকা, ৫৫ টাকার গজের কাপড় ৬৫-৭০ টাকায় বিক্রী হচ্ছে,এছাড়াও আরও বেশি দামের কাপড়ও আছে । যা ক্রেতাদের সামথ্যের ঊপর নির্ভরশীল। অপর দিকে লেপ-তোষক তৈরির মজুরিও বৃদ্ধি পেয়েছে । গত বছর প্রতিটি লেপ-তোষকের তৈরির মজুরি ছিল ১৮০-২০০ টাকা, এবছর তা ২৫০-৩০০ টাকা । সব মিলে লেপ-তোষক ক্রেতাদের প্রতি পিচে ২০০-২৫০ টাকা বেশি দিতে হচ্ছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here