শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে জাতীয় নির্বাচনের আয়োজন করলে বিএনপি তাতে অংশ নেবে না – আলাল

0
445

নিজস্ব প্রতিবেদক : দেশের বর্তমান রাজনীতি, দলের অবস্হান ও দলের ঐক্য সম্পর্কে যশোর জেলা বিএনপি বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে এক জেলা প্রতিনিধি সভার অয়োজন করেছে।

জেলা বিএনপি আয়োজিত প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন দলের জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা। এসভার প্রধান অতিথি হিসাবে উপস্হিত বক্তব্যে দেন দলটির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) নজরুল ইসলাম মঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্তকুমার কুণ্ডু, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমেলেন্দুকুমার দাস, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য অ্যাডভোকেট কাজী মনিরুল হুদা, প্রকৌশলী টিএস আইয়ুব, আবুল হোসেন আজাদ, ফারাজি মতিয়ার রহমান, ফিরোজা বুলবুল কলি, সাবিরা ইসলাম মুন্নি, যশোর নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে জাতীয় নির্বাচনের আয়োজন করলে বিএনপি তাতে অংশ নেবে না বলে তিনি সাফ জানিয়ে দিলেন ।
তিনি বলেন, ‘এটি দলের হাই কমান্ডের সিদ্ধান্ত। আগামী সপ্তাহে যেকোনো দিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির কাছে নির্বাচনী রূপরেখা উপস্থাপন করবেন।’
জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী দল গোছাতে বিএনপি ৫১টি টিম গঠন করে। টিমগুলো ইতিমধ্যে জেলা পর্যায়ে প্রতিনিধি সম্মেলন শুরু করেছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে যশোরে প্রতিনিধি সম্মেলনটির আয়োজন করা হয়।
এতে জেলা, উপজেলা, নগর ও পৌর কমিটিগুলোর শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here