শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে বাংলার মানুষ ঠিকানা খুজে পেয়েছিল – এমপি রণজিৎ কুমার রায়

0
401

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : যশোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য রণজিৎ কুমার রায় বলেন ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলার মাটি ও মানুষের ভাগ্যউন্নয়নের কথা চিন্তা করে মৃত্যুর ভয়,জেল জুলুম উপেক্ষা করে এই দিনে স্বদেশ প্রত্যাবর্তন করেন।তাঁর স্বদেশ প্রত্যাবর্তনে বাংলার মানুষ সেদিন ঠিকানা খুজে পেয়েছিল, তিনি সেদিন নিজের দেশে প্রত্যাবর্তন করে আওয়ামীলীগের হাল না ধরলে আজ দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হতোনা। বৃহস্পতিবার সন্ধায় বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনা আওয়ামীলীগের সভাপতি হয়ে জনগনের ভোটে দেশের প্রধান মন্ত্রী হয়েছেন বলেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে পৌছতে সক্ষম হয়েছে। বাংলাদেশ আরো এক ধাপ এগিয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের মাধ্যমে, তাই আগামী দিনেও উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যহত রাখতে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আবু বক্কার শিকদারের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলফিক্কার আলী জুলাইয়ের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন,যশোর জেলা পরিষদ সদস্য ইকবল হোসেন, দপ্তর সম্পাদক শচীন্দ্রনাথ বিশ্বাস, প্রচার সম্পাদক মিজানুর রহমান,ধলগ্রাম ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম,সেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম সরোয়ার, জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক নিখিল কুমার আঢ্য,বাসুয়াড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আমিনুর রহমান সর্দার,বাঘারপাড়া থানার ওসি মনজুরুল আলম,পৌর কাউান্সলর শাহিন আলম,গিয়াস উদ্দীন হীরা,প্রভাষক ইমরান হোসেন, আবদুর রাজ্জাক রাজা,হাদিউজ্জামান হাদী, সেলিম রেজা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here