শেষ হল দুই মাসব্যাপী আর্স বাংলাদেশের খাবার বিতরণ কর্মসূচি

0
303

আর্স বাংলাদেশ এর ব্যবস্থাপনায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রতিদিন সকাল ও দুপুরে হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত ও গরীব রোগীর স্বজনদের মাঝে ৫৫ দিন ব্যাপী খাবার বিতরণ কর্মসূচী সমাপ্ত করা হয়েছে।

আজ সকালে ও দুপুরে হাসপাতালে বহির্বিভাগের সামনে ৪৭০জনের এর মাঝে সকালের খাবার ও বিস্কুট এবং দুপুরের খাবার বিতরণ করা হয় ।
৫ জুলাই হতে প্রতিদিন সকালে ও দুপুরে খাবার ৫৫ দিনে ২০ হাজার রোগীর সঙ্গীয় স্বজনদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
খাবার বিতরণে রোটারি ক্লাব অব যশোর রূপান্তর, যশোর ক্যান্টনমেন্ট কলেজ৯১ ব্যাচ বন্ধুরা, জুম বাংলাদেশ, সালেহা কবীর জীবন ফাউন্ডেশন, ফিরোজ ইকবাল স্মৃতি সংসদ এবং দেশী-বিদেশী বিশিষ্ট ব্যাক্তিবগের আর্থিক সহায়তায় দীর্ঘ মেয়াদি এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
আজকের সমাপ্ত দিনের খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন আর্স বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব মোঃ শামছুল আলম তার সহধর্মিণী ফারজানা নাহিদ কেয়া, শিক্ষিকা সোনিয়া ইসলাম, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান শাহেদ আলী ও সালাউদ্দিন ডলার, আর্স বাংলাদেশ কর্মকর্তাগণ ও জুম বাংলাদেশ বাংলাদেশ যশোর শাখার সদস্য সচিব সরদার ফরিদ আহমেদসহ জুম বাংলাদেশ এর ভলেন্টিয়াগণ।